নৈহাটির বড় মা : ঐতিহ্য ও ভক্তির এক অসাধারণ প্রতীক – Naihati Boro Maa

Naihati Boro Maa : নৈহাটির বড় মা – এক ঐতিহ্য ও ভক্তির প্রতীক।

আমি প্রথম নৈহাটির রাস্তায় পা রেখেছিলাম ২০২১ সালে বন্ধুর সাথে কালীপূজার দিনে। এখন যে বড় মায়ের মন্দিরটি হয়েছে তখন সেটি ছিল না। রাস্তার ধারে বিশাল আকারের মায়ের মূর্তিটিই তখন ছিল সকলের আকর্ষণ।

তবে নৈহাটির বড় মা কেবল একটি দেবী নয়, তিনি এলাকার মানুষের জন্য শক্তি ও আশ্রয়ের প্রতীক। যা আমরা বেশ কিছু সময় পরে জেনেছি।

Naihati Boro Maa
Naihati Boro Maa

নৈহাটির কালীপূজা বলতে এক অপূর্ব অনুভূতির কথা মনে আসে। শত বর্ষ পুরানো এই কালীমূর্তি আকারে ও উচ্চতায় প্রায় ২১ ফুট লম্বা, যা দেখে সবার মনে এক অসাধারণ ভক্তি জাগে। এই বিশাল মূর্তির কারণেই দেবীকে এখানে “বড় মা” নামে ডাকা হয়।

এই পূজার ঐতিহ্য শুরু হয় ‘ভবেশ চক্রবর্তী’ নামক একজন ভক্তের মাধ্যমে। তিনি নবদ্বীপে ভাঙ্গা রাস দেখতে গিয়ে বড় বড় কালী মূর্তি দেখে মুগ্ধ হন এবং সেই প্রেরণাতেই নৈহাটিতে বড়মাকে প্রতিষ্ঠা করেন। প্রথমে রাস্তার ধারেই এই পূজার প্রচলন হয়, যা আজ “দীপিকা ভবেশ কালিও” নামে পরিচিত। ধীরে ধীরে এই পূজা জনপ্রিয়তা লাভ করে, আর এখন প্রতিবছর শত শত ভক্ত মাকে দর্শন করতে দূরদূরান্ত থেকে আসেন।

নৈহাটির বড় মা কালীপূজার অমলিন চেতনা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

লেখা – অভিজিৎ মান্না

Leave a Comment